বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। সরকারের বিভিন্ন উপদেষ্টা একে অপরের বিপরীত কথা বলছেন। সরকারের ভেতরে এমন অস্থিরতা কাম্য নয়। গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে একসঙ্গে কাজ করা উচিত।
শনিবার (১৬ নভেম্বর) টাঙ্গাইলের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, আমরা চাই সরকারের প্রতিটি পদে পদে বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা করে সমন্বয় নিশ্চিত করা হোক।
আন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচন শীঘ্রই হওয়া উচিত।
যদি কেউ নির্বাচিত সরকারের মতো পাঁচ বছর ক্ষমতায় থাকার চেষ্টা করেন, তা হবে একটি ভুল সিদ্ধান্ত। আমাদের দাবি যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হোক ‘তিনি যোগ করেন’।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।