ছবি: আপন দেশ
পাবনার সাঁথিয়ায় বিএনপির আহবায়ক কমিটি গঠন’কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁথিয়া বাজারে এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
জানা গেছে, ১৪ নভেম্বর বিএনপির জেলা কমিটি সাঁথিয়া উপজেলা বিএনপির জন্য একটি আহবায়ক কমিটি অনুমোদন করে। নতুন কমিটির আহবায়ক হলেন- খাইরুন নাহার খানম মিরু ও সদস্য সচিব হলেন সালাহ উদ্দিন খান। এ কমিটি গঠনের পর থেকেই পুরানো কমিটির সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
শনিবার বিকেলে নতুন কমিটির নেতারা একটি মিছিল বের করে। এতে পুরানো কমিটির সমর্থকরা তাদের বিরুদ্ধে প্রতিবাদে মিছিল নিয়ে আসে। দু’পক্ষের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মুন্না (৩৫), হেলাল উদ্দিন (২৭), ইব্রাহিম হোসেন (৪২) সহ অন্তত ২৫ জন আহত হয়। হামলার পর সাঁথিয়া ও বেড়ার বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়।
নতুন কমিটির সদস্য সচিব সালাহউদ্দিন খান অভিযোগ করে বলেন, পুরানো কমিটির নেতারা তাদের সমর্থকদের নিয়ে আমাদের মিছিলে তারা হামলা চালায়। হামলাকারীরা ট্রাকে করে আওয়ামী লীগের লোকজনসহ সজ্জিত হয়ে আসে। হামলায় আমার কমিটির অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। এসময় গুলিও ছুড়ে। হামলার পর আমার কর্মীদের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে।
পুরানো কমিটির ১ নম্বর যুগ্ম আহবায়ক শামসুর রহমান দাবি করেন, নতুন কমিটির নেতারা তার সমর্থকদের ওপর হামলা করেছেন। এ হামলায় তার অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করেছিলাম। কিন্তু তারা আমাদের উপর হামলা চালায়।
সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।
তিনি আরও জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।