পাটগ্রাম থানা।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চুরির অভিযোগে মারপিটে আহত অটোরিকশার চালক হাসানুর রহমানের (২৯) মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পাটগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের মির্জারকোর্ট এলাকায় নিজের বাড়িতে মারা যান তিনি।
১১ নভেম্বর পাটগ্রাম ঠাকুরবাড়ি এলাকায় আইপিএসের ব্যাটারি চুরির অভিযোগে হাসানুরকে ধরে বেধড়ক পেটানো করা হয়। তাকে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারধর করা হয়। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে নেয়া হয়। পাঁচ দিন পর তার মৃত্যু হয়েছে।
হাসানুরের পরিবার ও স্থানীয়রা জানায়, ১১ নভেম্বর ব্যাটারি চুরির সন্দেহে হাসানুরকে আটক করা হয়। এরপর তাকে বেধড়ক পেটানো হয়। তার স্ত্রী বিলকিস বেগমও এ সময় মারধরের শিকার হন। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসা দেয়া হয়। কিন্তু পাঁচ দিন পর হাসানুর মারা গেছেন।
হাসানুরের পরিবার ঘটনার বিচার দাবি জানিয়েছে। মৃতের ভাই আনিসুর রহমান বলেন, হাসানুরকে মিথ্যা চুরির অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। নিহতের বোন আদুরি আক্তারও বলেছেন, আমরা গরীব, আমাদের বিচার কোথায়?
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।