সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ছেন নাছিমা খাতুন।
রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী নাছিমা খাতুন। নিখোঁজ রেজাউল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। তাকে ঢাকার সাভার থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
রোববার (১৭ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মতোলেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
নাছিমা খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী গরিব মানুষ। তিনি পেশায় দিনমজুর ছিলেন। কয়েক বছর আগে এলাকায় কাজ না পেয়ে তিনি ঢাকায় রিকশা চালাতে শুরু করেন। তার উপার্জনেই তাদের সংসার চলে। রেজাউল ইসলাম কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ হত্যার মামলায় আসামি হন। স্থানীয় দলাদলির কারণে পরিকল্পিতভাবে তার স্বামীকে এ মামলায় জড়িয়ে ফেলা হয়। তবে রেজাউল ইসলাম আদালত থেকে জামিন গ্রহণ করেন। আদালতে নিয়মিত হাজিরা দিতেন। তার বিরুদ্ধে আর কোন মামলা নেই বলেও জানান নাছিমা।
নাছিমা খাতুন আরও বলেন, আমার স্বামীর উপার্জনেই আমাদের চার সদস্যের সংসার চলতো। ঢাকা শহরে সাভারে একটি ভাড়া বাসায় কয়েকজন একসঙ্গে থাকতাম। তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু গত ১৬ নভেম্বর সকালে সাভারের বাসা থেকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। নাছিমা খাতুন দ্রুত সাভার থানায় যোগাযোগ করেন। তবে তারা জানায়, বিষয়টি সাতক্ষীরার পুলিশকেই দেখার জন্য বলেছে। এরপর সাতক্ষীরা থানায় ও ডিবি পুলিশে খোঁজ নিলেও তারা জানায়, রেজাউল ইসলামের আটকের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
নাছিমা আরও বলেন, তিনি সাতক্ষীরা কারাগারে গিয়ে খোঁজ নিয়েছেন। কিন্তু সেখানে তার স্বামী নেই। আটকের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও তার কোনো হদিস মেলেনি। আমার স্বামীর বিরুদ্ধে নতুন কোনো মামলাও নেই। যদি থাকে তবে তাকে আইন অনুযায়ী আটক করা হোক। দ্রুত আদালতে প্রেরণ করা হোক। কিন্তু এত সময় পার হয়ে যাওয়ার পরও কেন তার কোন খবর পাওয়া যাচ্ছে না?—এমন প্রশ্ন তুলেছেন নাছিমা।
তিনি তার স্বামীর সন্ধান দাবি করে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান। নাছিমা বলেন, আমি সন্তানদের নিয়ে খুবই উদ্বিগ্ন। আমাদের পরিবার এখন চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।