ছবি: আপন দেশ
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
রোববার (১৭ নভেম্বর) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গনে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ আজকের অবস্থানে থাকত কিনা সন্দেহ আছে। তিনি নিজের জীবনকে উৎসর্গ করে মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি সকল অন্যায়, অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আপোসহীন ছিলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। তবে প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষ করে, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ ও ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এর আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন ও মোনাজাত করেন নেতাকর্মীরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।