নারায়ণগঞ্জে ফ্রেশ টিস্যু কারখানার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের পেপার এন্ড পলপ (ফ্রেশ টিস্যু) তৈরির কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন ভোর সোয়া ৪টায় উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কারখানার শ্রমিকরা জানায়, ভোরে ফ্রেস টিস্যুর উৎপাদনকারী এই পেপার এন্ড পলপ কারখানাটির চারতলা বিশিষ্ট গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে৷ এসময় কারখানায় থাকা শ্রমিক- কর্মচারী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কারখানাটিতে বিপুল পরিমাণে কাঁচা মাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু থাকায় আগুনের শিখা বেড়ে যায়। পরে শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়েছে। নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভে যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র স্টেশন অফিসার এ কে এম রায়হানুল আশরাফ হোসেন বলেন, সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা স্টেশন অফিসার খাইরুল ইসলাম বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।