Apan Desh | আপন দেশ

জঙ্গি মামলায় ১০ জনের জামিন, লাল নুং থিয়াংবমও মুক্ত

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৩, ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৩৭, ১৮ নভেম্বর ২০২৪

জঙ্গি মামলায় ১০ জনের জামিন, লাল নুং থিয়াংবমও মুক্ত

ফাইল ছবি

বান্দরবানে দেশদ্রোহী ও নাশকতা মামলায় ১০ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে অন্য আরেক মামলায় কেএনএফ সন্দেহে গ্রেফতারকৃত লাল নুং থিয়াংবম (২৬) নামে একজনকে জামিন ‍দিয়েছে আদালত।
 
সোমবার (১৮ নভেম্বর) বিকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জামিনের আদেশ দেন।

জামিন প্রাপ্তরা হলেন- বরিশাল কোতোয়ালী এলাকার আব্দুস সালাম (২৮), পটুয়াখালী মহিপুর এলাকার মো. ওবায়দুল্লাহ (৩০), কুমিল্লার লাকসাম এলাকার যোবাইয়ের আহম্মেদ (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহামুদ (২৭), পটুয়াখালী দশমিনা এলাকার শামীম হোসেন (২৬) মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী এলাকার রিয়াজ শেখ (২৪), বরগুনা বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা (২২), মাগুরা বালিদিয়া এলাকার মো. আবু হোরায়রা (২২), কুমিল্লা সদর এলাকার মো. দিদার হোসেন (২৫), চট্টগ্রাম মোহাম্মদপুর এলাকার মো. ইমরান হোসেন (৩৫) ও বান্দরবানের লাল নুং থিয়াং (২৬)।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে র‍্যাব বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ২৮ সদস্যকে গ্রেফতার করে। ওই অভিযান থেকে এখন পর্যন্ত ১০ জনের জামিন মঞ্জুর করা হলো।

মামলা এজাহার সূত্রে আরো জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত কথিত হিজরতের নামে জিহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে বান্দরবান ও রাঙ্গামাটি জেলার গহিন অরণ্যে প্রশিক্ষণ নিতে গিয়েছিল। এ সময় প্রায় ৫৫ জন যুবক নিখোঁজ হয়। তাদের মধ্যে ২৮ জনকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা করে।

এজাহারে উল্লেখ করা হয়, এ যুবকরা পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠনের ছত্রছায়ায় অস্ত্র চালনা, বোমা তৈরির প্রশিক্ষণ, সামরিক প্রস্তুতি নিচ্ছিল। এর পরেই ২০২২ সালের সেপ্টেম্বর থেকে র‍্যাব জঙ্গি বিরোধী অভিযান শুরু করে। কয়েকজন নেতাসহ অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিন আদালতে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ জনের মধ্যে ১০ জনকে ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ নভেম্বর জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার আরও ২৮ সদস্যের জামিন মঞ্জুর করা হয়েছিল। তবে তারা শর্ত ভঙ্গের কারণে জামিন বাতিল হয়ে যায়। 

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়