ছবি: আপন দেশ
সিলেট নগরীতে ভোরে একদল তরুণ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে। সোমবার (১৮ নভেম্বর) নগরের দরগাহ গেইট এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়।
১৫ থেকে ২০ জনের একটি দল মিছিলটি করেন। এতে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে শ্লোগান দেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্লোগান দেন। একই সঙ্গে অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্লোগান শোনা যায়। তবে মিছিলে কোনো ছাত্রলীগ নেতার উপস্থিতি দেখা যায়নি।
এটি আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে প্রথম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে কোনো মিছিল অনুষ্ঠিত হলো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ ধরনের কোনো মিছিল হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শুরু হওয়ার পরই তরুণরা প্রায় সবাই মুখে মাস্ক পরিধান করেছিলেন। মিছিলটি দরগাহ গেইট থেকে শুরু হয়ে চৌহাট্টা এলাকায় পৌঁছানোর আগেই ব্যানার গুটিয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মিছিলটি ছাত্রলীগের পক্ষ থেকে হতে পারে। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কোনো ছাত্রলীগ নেতার উপস্থিতি দেখা যায়নি।
মিছিলে অংশগ্রহণকারীরা একটি ব্যানার বহন করছিলেন, যার একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি, অবৈধ আইসিটি কোর্ট জনগণ মানে না, গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই। এছাড়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।