Apan Desh | আপন দেশ

কর্মীর হাতে ছাত্রদল নেতা খুন

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩, ১৮ নভেম্বর ২০২৪

কর্মীর হাতে ছাত্রদল নেতা খুন

সিলেটের কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মুমিন ও অভিযুক্ত রাজু আহমেদ।

সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে মো. আব্দুল মুমিন (২৮) নামে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। নিহত মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। 

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাজু আহমেদ পৌর সদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিলো। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। পূর্ব বিরোধের জেরে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলো রাজু পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকের কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিহত মুমিন পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে ও অভিযুক্ত রাজু পৌরসদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। 

আপন দেশ/এমবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়