ছবি: আপন দেশ
সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু হাই-টেক পার্ক প্রকল্প বাতিল করা হয়েছে। আগামী সময়ে অন্তর্বর্তী সরকার সিলেটসহ চারটি জেলা থেকে এ আইটি প্রকল্প বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রধান কারণ হিসেবে ভারতের ঋণ না পাওয়া ও প্রকল্পের অগ্রগতি কম হওয়া।
প্রকল্প সংশ্লিষ্ট হাই-টেক পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের জুন মাসে ৩২৪ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক প্রকল্পটির কাজ সম্পন্ন হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে। প্রকল্প শেষ হলে কেন বাতিলের তালিকায় নাম উঠলো।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি এলাকায় ১৬৩ একর জায়গায় ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু হাই-টেক পার্ক নির্মাণ কাজ শুরু হয়। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক পার্কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। সিলেট অঞ্চলে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করতে এবং দেশি-বিদেশি প্রযুক্তি কোম্পানিকে উৎসাহিত করতে এ প্রকল্পটি নির্মাণ করা হয়।
হাই-টেক পার্ক কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে। ভূমি বরাদ্দ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে চাহিদা বৃদ্ধি পাওয়ায় আরও ১০০ একর জমি বরাদ্দের অনুমোদন দেয়া হয়। পার্কে প্রশাসনিক ভবন, বঙ্গবন্ধু স্মৃতি অঙ্গন, সীমানা প্রাচীর, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, আরসিসি সেতু, গ্যাস লাইন, পানির ব্যবস্থা, বিদ্যুৎ সাবস্টেশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মিত হয়েছে।
পার্কটির বিভিন্ন অংশে বিনিয়োগ করেছে কয়েকটি বড় কোম্পানি। এর মধ্যে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ৩২ একর, হেলথ ল্যান্ডমার্ক হোল্ডিং ১.৫ একর, রহমানিয়া সুপার মার্কেট ১.৭৫৯ একর, টুগেদার আইটি ইন্ডাস্ট্রিজ ১ একর জমি নিয়েছে। এছাড়া আরও কিছু কোম্পানি তৈরি ভবনগুলোতেও বিনিয়োগ করেছে।
এ প্রকল্পটির মাধ্যমে প্রায় ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্প বাতিল হওয়ার ফলে অনেকের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে।
প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পরও বাতিলের সিদ্ধান্তের পেছনে কি কারণ আছে, তা নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। অনেকেই মনে করছেন, প্রকল্প বাতিল হলে স্থানীয় উন্নয়ন ও কর্মসংস্থান সমস্যা দেখা দিতে পারে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।