ছবি: আপন দেশ
পাবনার বাস টার্মিনাল এলাকা থেকে প্রাইভেটকারে করে এক গৃহবধূকে অপহরণের ঘটনায় অপহরণ চক্রের মূলহোতা মাহিম (১৯) গ্রেফতার হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এসময় অপহৃত গৃহবধূকেও উদ্ধার করা হয়। পাবনা সদর থানার ওসি আ. সালাম মঙ্গলবার (১৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মাহিম সহ ৫/৭ জনের একটি চক্র পাবনা বাস টার্মিনালের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে মহেন্দ্রপুর গ্রামের রাজীবের স্ত্রী উর্মি খাতুনকে অপহরণ করে। কালো হাইক্স ও সাদা প্রাইভেটকারে করে তাকে তুলে নিয়ে যায় তারা। অপহরণের পর, রাজীব থানায় অভিযোগ দিলে পুলিশ সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে মাহিমকে গ্রেফতার করে। অপহৃত গৃহবধূকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
গ্রেফতার হওয়া মাহিম পাবনা বাস টার্মিনাল এলাকার মহেন্দ্রপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে। অপহরণের ঘটনায় তার সাথে আরও কয়েকজন জড়িত থাকলেও তাদেরকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
এর আগে মাহিমের পরিবারও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। তার ভাই অনিক (২৬), মা আনিছা খাতুন (৪৫) ও বাবা ফরিদ হোসেন (৫০)কে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার সকালে রাজীবের স্ত্রী উর্মি খাতুন পাবনার বাস টার্মিনাল এলাকায় অবস্থিত যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসেন। এসময় মাহিম ও তার সহযোগীরা গেইটের কাছে একটি সাদা প্রাইভেটকার ও কালো হাইক্স নিয়ে অবস্থান করছিল। উর্মি খাতুন সেখানে পৌঁছালে, তারা তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।