Apan Desh | আপন দেশ

ঢাকা-চট্রগ্রাম-সিলেট আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ২০ নভেম্বর ২০২৪

ঢাকা-চট্রগ্রাম-সিলেট আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে বিকল্প ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও ক্রসিং এর কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে দুভোর্গের শিকার হয়েছেন যাত্রীরা।

মালবাহী ট্রেনটিতে কর্মরত পরিচালক ইমতিয়াজ রহমান জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্রগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর বড়হরণ এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

তিনি আরও জানান, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারের জন্য ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার শেষে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়