আওয়ামী লীগের ৮ নেতা গ্রেফতার। ছবি: সংগৃহীত
ময়মনসিংহে অভিযান চালিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ আওয়ামী লীগের ৮ নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (২০ নভেম্বর) ভোররাতে ও সকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ময়মনসিংহ নগরীর বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চান এবং জহিরুল ইসলাম ভূঁইয়া মো. আনিস।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান।
তিনি বলেন, যৌথ বাহিনী আসামিদের গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট মামলায় ইতিমধ্যে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।