ফাইল ছবি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ব্যবসা নিয়ে আওয়ামী লীগ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মিরপুর চৌমুহনীতে দেশীয় অস্ত্র হাতে ওই দুদলের কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক দুলাল মিয়া ওরফে রাডার দুলাল ও যুবদল নেতা আব্দুল আউয়াল হেলাল দুপক্ষের নেতৃত্ব দেন।
পুলিশ জানায়, রাডার দুলাল ও হেলালের মধ্যে জমি কেনাবেচার যৌথ ব্যবসার টাকা নিয়ে বিরোধ ছিল। বুধবার দুজনের মধ্যে ঝগড়া হয়। দুপুরে তাদের দুপক্ষে লোক দেশীয় অস্ত্রশস্ত্রসহ মিরপুর চৌমুহনীতে অবস্থান নেন। পরে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তাদের হাতে দেশীয় নানারকম অস্ত্র ছিল। ফলে চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরবর্তীতে সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।