ছবি: সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার ঘটনায় বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়নের সব ইউপি সদস্যরা। সে অনাস্থা আনার বিষয়টি আজ উপজেলা পরিষদে সমঝোতা হওয়ার কথা ছিল। তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত ইসলাম বলেন, চেয়ারম্যানের ওপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। এ ঘটনায় জামায়াতের তিনজন ও বিএনপির পাঁচজন আহত হয়েছেন বলে শুনেছি।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদে বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, বর্তমানে পলাশবাড়ীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে হাসপাতালে খবর নিতে পারিনি, কেউ আহত হয়েছে কি-না জানি না।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।