Apan Desh | আপন দেশ

‘রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে’

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ২২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৩২, ২২ নভেম্বর ২০২৪

‘রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে’

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। তারা বিনা প্রয়োজনে রেললাইন ও রেল স্টেশন করেছে। এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রেল উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে রেললাইন করা হয়েছে কিন্তু সেখানে যাত্রী নাই। যাতায়াতের জন্য সড়ক পথ, রেলপথ ও নৌপথের ব্যবস্থা রয়েছে। প্রয়োজন ও উপযোগিতা অনুযায়ী সেসব স্থাপন করা প্রয়োজন। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেয়া হয়নি।

তিনি আরও বলেন, যাত্রী সেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা ভাবনা করা হবে। 

উপদেষ্টা অভিযোগ করেন, প্রয়োজন ছাড়াই অর্থ বরাদ্দ ব্যয় করা হয়েছে। কর্ণফুলী টানেল ১০ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করলেও কোন যানবাহন চলাচল করে না। এখন থেকে যেখানে প্রয়োজন সেখানে অর্থ বরাদ্দ ও ব্যয় করা হবে।

এরপর উপদেষ্টা লোকোমোটিভ কারখানা ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রেল মন্ত্রণালয়ের সচিবসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়