Apan Desh | আপন দেশ

কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩০, ২৩ নভেম্বর ২০২৪

কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

ছবি : আপন দেশ

দেশের উত্তর জনপদে বরাবরই দাপট দেখায় শীত। এবার হেমন্তেইে এ অঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। বিশেষ করে কুড়িগ্রামে। উত্তরের এ জেলায় তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। এতে  দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষজন। 

সন্ধ্যা নামতেই অনুভুত হয় শীতের পরশ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ এলাকা। শীত ও ঘন কুয়াশার কারণে বিভিন্ন রুটে যানবাহনগুলো বিলম্বে যাতায়াত করছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সর্দি,জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের সুবারকুঠি এলাকার সবুজ মিয়া বলেন, গত দুই দিনে শীত অনেকটা বেড়েছে। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে। আমরা খেটে খাওয়া মানুষদের কাজ করতে সমস্যা হচ্ছে।

গাড়ি চালক জহিরুল আলম বলেন, সকালে যখন গাড়ি চালাই, তখন কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। লাইট জ্বালিয়ে চালাতে হয়।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বর্তমানে শীতের সঙ্গে ঠান্ডার প্রকোপ কম থাকলেও আগামী সপ্তাহে হিমেল হাওয়া শুরু হতে পারে। তখন আরও নিম্নগামী হতে পারে জেলার তাপমাত্রা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়