কুমিল্লার মুরাদনগর উপজেলার আল্লাহু চত্বরে মানববন্ধন।
তিনি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। তারা হলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। যদি মামলা প্রত্যাহার না করা হয় তবে কঠোর আন্দোলন শুরু করা হবে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আল্লাহু চত্বর থেকে প্রায় ২ কিলোমিটার জুড়ে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বিভিন্ন গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ। তারা ‘কায়কোবাদে শাসন ব্যবস্থা, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা’ স্লোগান দিয়ে মানববন্ধনে অংশ নেন। কুমিল্লার মুরাদনগর উপজেলার আল্লাহু চত্বর থেকে শুরু হয়ে কোম্পানীগঞ্জ রোড, থানা রোড, রামচন্দ্রপুর রোড, হোমনা রোড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে এ মানববন্ধন করা হয়।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ বলেন, ‘কায়কোবাদ এমপি থাকাকালীন সময়ে আমাদের পাশে ছিলেন। যেকোনো বিপদে, দুর্ঘটনায় বা উৎসবে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তবে ১৬ বছর ধরে মিথ্যা মামলায় তাকে দেশছাড়া করা হয়েছে। আমরা চাই তিনি সম্মানের সাথে দেশে ফিরুন।
অধ্যাপক দীন দয়াল পাল বলেন, কায়কোবাদ দাদার জন্য আমরা কিছু করতে পারলাম না। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আজ আমরা তার জন্য মানববন্ধন করছি।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি নেতা তারেক রহমান ও কায়কোবাদকে অভিযুক্ত করা হয়। তবে মামলায় কায়কোবাদ দাদার বিরুদ্ধে কোনো প্রমাণ বা সাক্ষ্য পাওয়া যায়নি। তবুও আওয়ামী লীগ সরকারের আমলে তারা সাজানো মামলার মাধ্যমে দোষী সাব্যস্ত হন।
মানববন্ধনে বক্তারা সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, এটি একটি প্রহসনের রায়। আমরা চাই, অবিলম্বে তারেক রহমান ও কায়কোবাদ দাদার মামলা প্রত্যাহার করা হোক। তাদের সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনা হোক।
এ মানববন্ধনে বক্তৃতা দেন, দুলাল দেবনাথ, অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, অঞ্জন রায়, দ্বীন দয়াল পাল, অধ্যাপক নিতানন্দ রায়, দয়ানন্দ ঠাকুর, রতন দাস, প্রঞ্জিত কুমার মজুমদার, শংকর রায়, গৌরাঙ্গ বে নাথ প্রমুখ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।