ফাইল ছবি
নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডল (২৫)’কে পিটিয়ে পুলিশে দিয়েছেন। বুধবার (২২ নভেম্বর) দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উজ্জ্বল কুমার বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার বাসিন্দা। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সমর্থক।
জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে উজ্জ্বল গোপনে ছিলেন। ২২ নভেম্বর তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়িতে আসেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উজ্জ্বলের ওপর হামলা চালান।
অভিযোগ আছে, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেনের অনুসারী শ্রমিক দলের জালাল ভূঁইয়া, যুবদলের জাহাঙ্গীর আলম, শুভসহ কয়েকজন হামলা চালায়। হামলার পর বিএনপি নেতারা পুলিশে খবর দিলে পুলিশ এসে উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে ফৌজদারি আইনের ১৫১ ধারায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লেখেন, উজ্জ্বল কুমার মন্ডল শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ায় তাকে বাড়িতে গিয়ে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা উজ্জ্বলের পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।
বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ বি এম ইকবাল হোসেন ভিডিওটি দেখার পর সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের ডেকে শাসিয়ে দিয়েছেন যাতে ভবিষ্যতে তারা এমন কাজ না করে।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, উজ্জ্বল কুমারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।