Apan Desh | আপন দেশ

গণতন্ত্র আমাদের হাতের নাগালে নেই: গয়েশ্বর চন্দ্র রায়

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:২৪, ২৩ নভেম্বর ২০২৪

গণতন্ত্র আমাদের হাতের নাগালে নেই: গয়েশ্বর চন্দ্র রায়

লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর প্রথম সেমিফাইনাল খেলার অনুষ্ঠান।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র আমাদের হাতের নাগালে নেই। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি, এ পথ কবে শেষ হবে—বিষয়টি ভেবে জনগণকে জানাতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর প্রথম সেমিফাইনাল খেলার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ যেনো ফুটবল খেলার মাঠের মতো আনন্দ নিয়ে ভোট দিতে পারে। আজ জনগণ আমাদের কথা শোনার জন্য বসে নেই। তারা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন, আজ মানুষ চিৎকার দিয়ে বলছেন, তারা মাদক মুক্ত দেশ চান, সন্ত্রাস মুক্ত দেশ চান। তারা বড় বড় সংস্কার চান না। তারা চান সংস্কার যে তাদের জন্য হবে যারা দেশ পরিচালনা করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন, ‘খেলা হবে’, তাকে উদ্দেশ্য করে বলছি, এবার সে নির্বাচনে টুর্ণামেন্ট খেলায় আসতে পারবেন না।

এ সময় অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সভাপতিত্ব করেন। অন্যান্য বক্তারা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়