ফাইল ছবি
বান্দরবানের রুমা এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ’র একটি গোপন আস্তানার সন্ধান পায়। এসময় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র তিন সন্ত্রাসী নিহত হন। এসময় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর অভিযান এখনো চলমান। তবে নিহত কেএনএ সদস্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানের সময় আনুমানিক ১০-১২ জন কেএনএফ সদস্যকে দেখতে পেয়ে সেনাবাহিনী গুলি চালায়। এ সময় ৩ জন কেএনএফ সদস্য নিহত হয়। অন্য কেএনএফ সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে সেনাবাহিনী ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১টি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ২টি SBBL বন্দুক, কেএনএফের ইউনিফর্ম, ল্যাপটপ, ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৪ নভেম্বর রুমা উপজেলার মুনলাই পাড়ায় অভিযান চালিয়ে কেএনএফ’র একটি আস্তানা ধ্বংস করে সেনাবাহিনী। সেখান থেকেও অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে সেনাবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।