ছবি: আপন দেশ
কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেয়ারি সিন্দাবাদ জাহাজ চলাচলের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিল। সে আবেদন অনুমোদন করা হয়েছে। তবে কখন দ্বীপে যাবে সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানিয়েছেন, ২৭ নভেম্বর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে জাহাজের চলাচলের স্থান ও সময় নির্ধারণ করা হবে। আপাতত কেয়ারি সিন্দাবাদই প্রথম আবেদনকারী হওয়ায় সেটির চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নাফ নদী এখন অনিরাপদ হয়ে পড়েছে। ফলে ইনানী বা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।