Apan Desh | আপন দেশ

প্রথম আলো-ডেইলি স্টারের সাইনবোর্ড ভাঙচুর

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৭, ২৫ নভেম্বর ২০২৪

প্রথম আলো-ডেইলি স্টারের সাইনবোর্ড ভাঙচুর

রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সাইনবোর্ড ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে।

রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে আলেম-ওলামা এবং তাওহীদি জনতা এ কর্মসূচি পালন করে। কর্মসূচি শহরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে শুরু হয়। 

এসময় বিক্ষোভকারীরা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূল হোতা’ হিসেবে আখ্যা দেন। একপর্যায়ে তারা কুমারপাড়া এলাকায় পৌঁছায়। সেখানে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে জড়ো হয়ে সাইনবোর্ড ভাঙে। একইসঙ্গে সে-সব সাইনবোর্ডে আগুন দিয়ে দেয়।

তবে প্রথম আলোর অফিস ভবনটি তালাবদ্ধ থাকায় বিক্ষোভকারীরা ভিতরে প্রবেশ করতে সক্ষম হননি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিল। কোনো অপ্রত্যাশিত ঘটনা থেকে বিরত রাখতে সক্ষম হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়