অনুপ্রবেশকারীর মেহেদী হাসানকে আটক করেছে বিজিবি। ছবি-সংগৃহীত
কুমিল্লা সীমান্তে ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত অনুপ্রবেশকারীর নাম মেহেদী হাসান (১৮)। ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের স্বপন মিয়ার ছেলে মেহেদী।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে সীমান্তের কুমিল্লার কেরানীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
১০ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ গোলাবাড়ী পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ২০৮২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে। চোরাচালানের জন্য বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় নাগরিক মেহেদী হাসানকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অবৈধ অনুপ্রবেশ এবং মাদকের মামলা করা হয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।