Apan Desh | আপন দেশ

চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৮:০৬, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:১৯, ২৬ নভেম্বর ২০২৪

চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত

নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম। ফাইল ছবি

চট্টগ্রাম আদালতপাড়ায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় পুলিশের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষ হয়। এসময় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। তিনি হাসপাতালে আনার পর মৃত অবস্থায় মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>>>পুলিশের ওপর চিন্ময় দাসের অনুসারীদের হামলা, গাড়ি ভাঙচুর

এছাড়া আহত ছয়জন চমেকে চিকিৎসাধীন বলে জানান তিনি। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
 
এছাড়া সংঘর্ষের ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। যাদের চিকিৎসা চলছে। নিহত সাইফুল ইসলাম লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। 

আরও পড়ুন>>>চিন্ময় দাস গ্রেফতার ইস্যুতে আসিফ মাহমুদ- দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না

হাসপাতাল সূত্র জানিয়েছে, সংঘর্ষের সময় আহত ৬-৭ জনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা যান। সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।  

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়