বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে। এখন দেশের উন্নয়ন ও পুনর্গঠন করার সময় এসেছে। দেশ গড়তে আমাদের ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে যড়ষন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ওপর নানা ষড়যন্ত্র চলছে। সুতরাং সকলকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টায় লালমনিরহাটের বড়বাড়ীস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আয়োজন করা হয়। এসময় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি নতুন বাংলাদেশ তৈরি করা। যেখানে সকলকে তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদ জিয়ার সময়ে শুরু হওয়া নতুন কুঁড়ির মতো নানা সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ড পুনরায় চালু করা হবে। শুধু ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার তৈরি করাই নয়। বরং ভালো রাজনীতিবিদও তৈরি করা হবে। আর সেটা করবে বিএনপি।
তিনি তরুণ সমাজের মধ্যে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির উপর গুরুত্ব আরোপ করে বলেন, দেশীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করবো। বাইরের দেশের খেলোয়াড়দের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনবো। সবকিছু সরকারিভাবে করা হবে।
ফাইনাল খেলায় রংপুর মহানগর বিএনপি একাদশ ও পঞ্চগড় বিএনপি একাদশ অংশ নেয়। টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশগ্রহণ করে।
এ অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।