ছবি: আপন দেশ
চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারকে এক কোটি টাকা অর্থ সহায়তা দেয়া হবে। এ ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন এ উদ্যোগের কথা জানান।
তিনি বলেন, শহীদ সাইফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা জানি টাকা দিয়ে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু অন্তত এ সহায়তা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা। এক কোটি টাকা এ পরিবারটির সামগ্রিক কল্যাণে ব্যবহৃত হবে। বিশেষত সাইফুল ইসলামের ছোট মেয়ে, স্ত্রীর চিকিৎসা ও শোকার্ত মায়ের ভবিষ্যৎ নিরাপদ করতে।
এদিকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা উপহার দেয়া শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে, উত্তোলিত অর্থ শহীদ সাইফুল ইসলামের পরিবারের হাতে তুলে দেয়ার কথা রয়েছে। যেখানে সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ফাউন্ডেশন চেয়ারম্যান আরও জানান, এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, পুরো সমাজের জন্য একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা।তাছাড়া দেশের জনগণকে তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য helpnhelper.com প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহবান জানানো হয়। এখানে সহজেই দান করা যাবে। এখানে লাইভ আপডেটও পাওয়া যাবে।
নিহত সাইফুল ইসলামের জানাজা বুধবার চট্টগ্রাম লোহাগাড়ায় সম্পন্ন হয়। তার দাফন হয় চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে। সেখানে পরিবার ও আত্মীয়রা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।