ফাইল ছবি
ময়নাতদন্তের জন্য মৃত্যুর সাড়ে চারমাস পর কবর থেকে তোলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিব বেপারির (২১) মরদেহ।
বৃহস্পতিবার দুপুরে বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদীপ গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি তোলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ উর রহমানের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক মো. জয়নাল আবেদীন, বানারীপাড়া থানার উপপরিদর্শক মো. নুরুল ইসলাম ও শফিকুল ইসলামের উপস্থিতিতে কবর খুঁড়ে রাকিবের মরদেহ তুলে বরিশাল শেবাচিম হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ ফের দাফন করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক মো. জয়নাল আবেদীন বলেন, রাকিবের মৃত্যুর কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়েছে।
আপন দেশ/পিএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।