Apan Desh | আপন দেশ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৪, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:১৩, ৩০ নভেম্বর ২০২৪

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

ছবি : আপন দেশ

হেমন্তের বিদায়ী বার্তায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। কনকনে ঠান্ডায় কাঁপতে শুরু করেছে হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ। বাড়ছে শীতের মাত্রা, কমছে তাপমাত্রা। কমতে কমতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া।

শনিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের হিমেল বাতাসে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে কোনো কুয়াশা নেই। আকাশও মেঘমুক্ত। কুয়াশা কমে যাওয়ায় উত্তরের হিমেল বাতাস সহজেই তেঁতুলিয়ায় প্রবেশ করায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা দিন দিন কমছে। তবে দিনের বেলা রোদ থাকায় মানুষের মধ্যে স্বস্তি আছে।

এদিকে শীতজনিত রোগ বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, হাপানি এবং নিউমোনিয়াসহ নানা শীতজনিত রোগব্যাধিতে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়