বহিষ্কৃত ছাত্রদল নেতা আইয়ুব আলী।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর নামে মামলা করে ছাত্রদল নেতা আইয়ুব আলী। তিনি আবার ওই মামলার জামিনদার। এতে আইয়ুব আলীকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। তিনি উপজেলার চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ শাখার সিনিয়র সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. পাপন মিয়া বলেন, আইয়ুব আলীর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি এসব হীন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে সদ্য বহিষ্কৃত চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ শাখার সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বরং প্রতিহিংসার আক্রোশে দলীয় পদ থেকে আমাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।