
ছবি: সংগৃহীত
বান্দরবানে ১২০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ১১ জন তরুণ-তরুণী।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা সদরের বালাঘাটা পুলিশ লাইনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার চাকরি প্রাপ্ত পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চুড়ান্ত নির্বাচিত ১১ জনের তালিকা প্রকাশ করেন। চুড়ান্তভাবে নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।
শহিদুল্লাহ কাওছার বলেন, কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের তরুণ-তরুণীরা।
তিনি আরও বলেন, ১১টি পদের বিপরীতে বান্দরবানে ৩০২ জন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করে। ৩ দিন শারীরিক পরীক্ষা শেষে ৩০২ জনের মধ্যে ৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। লিখিত পরীক্ষায় ১৯ জন উত্তীর্ণ হয়। মৌখিক পরীক্ষায় ১১ জন উত্তীর্ণ হয়, যার মধ্যে মেধায় ১০ জন আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোটায় ১ জন।
এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।