
ছবি: আপন দেশ
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী রিকশা চালক আল আমিনকে হত্যা করা হয়। তার লাশ গুমের অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনকে প্রধান আসামি করা হয়। এ ঘটনায় তাকে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে শুনানি শেষে তার জামিন আবেদন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেয়।
এদিন সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় নূরুল ইসলাম সুজনকে পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। বিচারক মো. আশরাফুজ্জামান জামিন আবেদন খারিজ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত ১০ নভেম্বর আল আমিনের বাবা মনু মিয়া, সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। মামলায় আরও ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।
এদিকে মামলার পিপি এডভোকেট আদম সুফি সাংবাদিকদের জানান, আল আমিনের হত্যাকাণ্ডে মূলত রাজনৈতিক ইস্যু ছিল। তাকে গুম করে হত্যা করা হয়েছে। মামলার প্রধান আসামির জামিন আবেদন খারিজ হওয়ায় আদালত তার কারাগারে থাকার নির্দেশ দিয়েছে।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন দাবি করেন, জামিন আবেদনের সময় অভিযোগ করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে ৩০২ ধারায় সাজা দেয়া যাবে না। কারণ ভিকটিমের লাশ পাওয়া যায়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।