Apan Desh | আপন দেশ

কৃষক লুকালেন গুপ্তধন, উদ্ধার হল গ্রেনেড!

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ২ ডিসেম্বর ২০২৪

কৃষক লুকালেন গুপ্তধন, উদ্ধার হল গ্রেনেড!

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত গ্রাম বাউরার কৃষক লেবু মিয়া (৪৫)। গুপ্তধন ভেবে নিজ বাড়িতে একমাস লুকিয়ে রেখেছিলেন গ্রেনেড। অবশেষে সেই গুপ্তধন উদ্ধার করেছে প্রশাসন।

রোববার (০১ ডিসেম্বর) রাতে গুপ্তধনের সন্ধানে গিয়ে দেখা মেলে গ্রেনেডটির। এ ঘটনায় এলাকাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পাটগ্রাম উপজেলার বাউরা গ্রামের মোফাজ উদ্দিনের পুত্র লেবু মিয়া (৪৫) একমাস পূর্বে সীমান্তের সানিয়াজান নদীতে আর্জেস গ্রেনেডটি পায়। ভারী বস্তুটি গুপ্তধন ভেবে বাড়িতে লুকিয়ে রাখেন। ভিতরে মূল্যবান কিছু আছে ভেবে ভাঙার চেষ্টা করলেও ভাঙতে পারেননি। পরে এককান দুই কান করে গুপ্তধনের খবর পৌঁছে যায় নবীনগর বিজিবির ক্যাম্প কমান্ডার মজিবুর রহমানের কাছে। তিনি গিয়ে দেখেন গুপ্তধন বলে প্রচার করা লোহার বস্তুটি গ্রেনেড। পরে পাটগ্রাম থানায় খবর দলে পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড। এটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেয়া হয়েছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়