Apan Desh | আপন দেশ

সিলেটে চা শ্রমিকদের কর্ম বিরতি, চা বাগানে বিপর্যয়

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:০০, ৩ ডিসেম্বর ২০২৪

সিলেটে চা শ্রমিকদের কর্ম বিরতি, চা বাগানে বিপর্যয়

ছবি: আপন দেশ

৩৭ দিন ধরে শ্রমিকরা কর্ম বিরতিতে রয়েছেন। এতে সিলেটের চা বাগানগুলোতে চরম অর্থ সংকট দেখা দিয়েছে। এ দীর্ঘ বিরতির ফলে মালিকপক্ষের পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। চা উৎপাদন বন্ধ থাকায়, নতুন কুঁড়ি ও কচি পাতা গাছেই নষ্ট হচ্ছে। এর ফলে এক সময়ের লাভজনক প্রতিষ্ঠান, সরকারের ৫১ শতাংশ মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) এর ১২টি চা বাগান বর্তমানে বিপর্যস্ত।

বাগানগুলোতে প্রায় ৩ হাজার ৫০০ শ্রমিকের রেশন, মজুরি ও ভাতা আটকে রয়েছে। ফলে তাদের পরিবারে চলছে খাদ্য সংকট। শ্রমিকদের দাবি, বাগান কর্তৃপক্ষ যদি তাদের বকেয়া পরিশোধ করত তাহলে চায়ের উৎপাদন সচল থাকত। কিন্তু দীর্ঘদিন ধরে মজুরি না পাওয়ার কারণে তারা বাধ্য হয়ে কর্ম বিরতিতে গেছেন। ফলে উৎপাদন ধ্বংস হচ্ছে।

এদিকে বাগান কর্তৃপক্ষ জানায়, ৫ আগস্ট সরকারের পতনের পর এনটিসি চেয়ারম্যান ও ৭ পরিচালক পদত্যাগ করার পর ব্যাংক ঋণ আটকে যায়। এতে অর্থ সংকট সৃষ্টি হয়। এর প্রভাব পড়েছে চা উৎপাদনে ও শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ হয়ে গেছে। গত ২২ আগস্ট থেকে বাগানগুলোর ৩ হাজার ৫০০ শ্রমিকের সাপ্তাহিক মজুরি বন্ধ হয়ে যায়।

বাগানগুলোতে মজুত থাকা ১০ লাখ কেজি চা পাতা নষ্ট হচ্ছে। প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ হাজার কেজি নতুন কুঁড়ি ও কাঁচা পাতা উত্তোলন করা সম্ভব হচ্ছে না। মালিকপক্ষ আশঙ্কা করছেন, এ সংকট যদি অব্যাহত থাকে তাহলে আগামীতে চা উৎপাদনে আরও বড় ধস নামবে।

চা শ্রমিকদের দাবি, যদি দ্রুত বকেয়া পরিশোধ করা হয়, তাহলে উৎপাদন সচল হতে পারে। সংকটের প্রভাব কমানো সম্ভব হবে। তবে কর্তৃপক্ষের গাফিলতি ও দায়বদ্ধতার অভাবের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় চা শ্রমিকরা।

কেন্দ্রীয় চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল জানিয়েছেন, সাত দিনের মধ্যে বাগান কর্তৃপক্ষ সংকট সমাধানের আশ্বাস দিয়েছে। তবে যদি দ্রুত পদক্ষেপ না নেয়া হয় তাহলে শ্রমিকরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়