Apan Desh | আপন দেশ

সীমান্তে ভারতীয় নাগরিকদের বিক্ষোভ, বিএসএফের বাঁধা

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৮, ৩ ডিসেম্বর ২০২৪

সীমান্তে ভারতীয় নাগরিকদের বিক্ষোভ, বিএসএফের বাঁধা

ছবি: আপন দেশ

ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মী একটি মার্চ কর্মসূচি পালন করেন। তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে প্রতিবাদ জানাতে বের হন। সিলেটের বিয়ানীবাজার সুতারকান্দি স্থলবন্দর এলাকায় ভারতের হাজার হাজার জনতা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশ তাদের বাধা দেয়।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে এ কর্মসূচির। 

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএসএফের সদস্যরা সুতারকান্দি চেকপোস্টের কাছে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে রেখেছেন। ভারতীয় নাগরিকরা পুলিশ ও বিএসএফের সঙ্গে ধস্তাধস্তি করতে থাকেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিএসএফ একত্রিত হয়।

হিন্দু ঐক্যমঞ্চের নেতারা বলেন, তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ মার্চে অংশ নেন। তবে ভারতের পুলিশ ও বিএসএফের ব্যারিকেডের কারণে তারা সুতারকান্দি সীমান্তে পৌঁছাতে ব্যর্থ হন। সেখানে তারা আটকে পড়েন। 

এদিকে সিলেটসহ সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিজিবির ৫২ ব্যাটালিয়নের লে. কর্নেল মেহেদী হাসান জানান, ভারতের ভেতর অন্তত দুই কিলোমিটার দূরে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানাচ্ছিলেন।

ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরও একটি ভিডিওতে আসামের বরাক ভ্যালীর এক হিন্দু নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, জীবন গেলে যাবে। তবুও আমরা বাংলাদেশে যাবো। এরপর ২ ডিসেম্বর ভারতের শ্রীভূমির শুল্ক স্টেশন এলাকায় সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। তারা জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন।

এ পরিস্থিতি মোকাবিলায় সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকার সড়কগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। 

বিজিবি সিলেটের অতিরিক্ত পরিচালক মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, সীমান্তে সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিয়ানীবাজার থানা পুলিশও সতর্ক রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়