ফাইল ছবি
মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে আবারও নিরুৎসাহিত করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসন এ সিদ্ধান্ত ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া এ এলাকার পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে। তাই বুধবার (৪ ডিসেম্বর) সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে কারণে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় তিন দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। পরবর্তীতে সে নিরুৎসাহিতকরণ আরও দুই দফা বৃদ্ধি করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।