Apan Desh | আপন দেশ

সাজেক থেকে ফিরছে আটকে পড়া পর্যটকরা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৭, ৪ ডিসেম্বর ২০২৪

সাজেক থেকে ফিরছে আটকে পড়া পর্যটকরা

সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা সেনাবাহিনীর সহায়তায় ফিরছেন।

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এ কারণে সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরছেন। 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে খাগড়াছড়ির উদ্দেশে সাজেক ত্যাগ করেন তারা।

সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাঘাইছড়ির সাজেকে দুই আঞ্চলিক দলের মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। এর ফলে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পর্যটকরা সাজেকে অবস্থান করতে বাধ্য হন।

আরও পড়ুন>>>সাজেকে ভ্রমণে জেলা প্রশাসনের নতুন সিদ্ধান্ত

এ বিষয়ে সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, অনেক পর্যটক মঙ্গলবার সকালে এসেছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে তারা সাজেক ছাড়তে পারেননি। আজ দুপুর ২টার পর সেনাবাহিনীর সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।

বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছে।

উল্লেখ্য, বাঘাইছড়িতে দুই আঞ্চলিক দলের সঙ্গে গোলাগুলির কারণে ৪ ডিসেম্বর সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়