Apan Desh | আপন দেশ

লালমনিরহাটে শীতকালীন সবজি চাষ বাড়ছে

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৮, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:৪৪, ৪ ডিসেম্বর ২০২৪

লালমনিরহাটে শীতকালীন সবজি চাষ বাড়ছে

ছবি: আপন দেশ

লালমনিরহাটে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। বাজারের চাহিদা বিবেচনায় রেখে স্বপ্ন বুনছেন তারা। অধিক মুনাফার আশা নিয়ে তারা বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যা করছেন।

লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায়, তিস্তা, ধরলা, রত্নাই, স্বর্ণামতি, শিংগীমারী, সানিয়াজান, ত্রিমোহনী, সাকোয়া, মরাসতি, ধোলাই, গিদারী, ছিনাকাটা নদীগুলোর চরাঞ্চলে দিন দিন বাড়ছে শীতকালীন সবজি চাষ।

এখন বিস্তীর্ণ মাঠে ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, বেগুন, সিম, মুলা, করলা, পটল, পালং শাক ও লাল শাকের মতো নানা ধরনের শীতকালীন সবজির আবাদ চলছে। কৃষকরা এসব সবজির পরিচর্যায় ব্যস্ত আছেন। কিছুদিনের মধ্যেই এগুলো বাজারজাত শুরু করবেন।

কৃষকরা এখন কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে জমিতে হালচাষ, চারা রোপণ, খেতে পানি দেয়া ও আগাছা পরিস্কারসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, বাণিজ্যিকভাবে এসব সবজি চাষ হচ্ছে। যাতে জেলার বিভিন্ন বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করা হবে।

তিস্তা নদীর চরাঞ্চলে বিশেষত উঁচু জমিতে আগাম সবজি চাষে কৃষকরা বেশি ঝুঁকছেন। কারণ এসব জমিতে পানি জমে না। এতে ফুলকপি, মিষ্টি কুমড়া, লাউ ও বাঁধাকপি চাষে ভালো লাভ হয়। আগাম চাষে বাজারে চাহিদা বেশি থাকে ও মুনাফাও অনেক বেশি হয়। যা কৃষকদের জন্য লাভজনক।

স্থানীয় কৃষক মতিয়ারা রহমান জানান, গত বছর তিনি এক একর জমিতে ফুলকপি চাষ করে খরচ বাদে ৮০ হাজার টাকা লাভ করেছিলেন। তিনি আশা করছেন, চলতি মৌসুমে একই জমি থেকে লক্ষাধিক টাকা আয় হবে। কৃষক আশরাফুল হকও গত বছর ১ একর জমিতে ৪০ মেট্রিক টন শাক-সবজি উৎপাদন করে প্রায় ৩.৫ লাখ টাকা আয় করেছেন।

লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ বলেন, শীতকালীন শাক-সবজি ও অন্যান্য ফসলের ভালো ফলন হচ্ছে। এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শাক-সবজি উৎপাদন হবে বলে আশা করছেন।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, চলতি মৌসুমে ৬,৫০০ হেক্টর জমিতে সবজির চাষ করা হয়েছে। ২ হাজার ৯৬৮ হেক্টর জমির ফসল কাটা হয়েছে। এছাড়া ১ হাজার ৭০০ হেক্টর জমিতে আগাম শাক-সবজি চাষাবাদ শুরু হয়েছে। কৃষকরা বর্তমানে জৈব পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন করছে। বাজারে সবজির চাহিদা থাকায় তারা নায্য দামে বিক্রি করে লাভবান হচ্ছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়