
ছবি: আপন দেশ
বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) থানা রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ.এস.এম আব্দুল হালিম।
জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে ও ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ববক্তব্য দেন
জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।