Apan Desh | আপন দেশ

কুয়াশা মোড়ানো প্রকৃতি, কাঁপছে উত্তরের জনপদ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৭, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৩৪, ৭ ডিসেম্বর ২০২৪

কুয়াশা মোড়ানো প্রকৃতি, কাঁপছে উত্তরের জনপদ

ছবি : আপন দেশ

শীত জেকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। তার মধ্যে দুদিন ধরে কুয়াশার আবরণে ঢাকা পড়েছে এ জেলার প্রকৃতি। ভোর থেকে জেলার সড়কগুলোতে বিভিন্ন যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের প্রকোপ বাড়ায় দূর্ভোগে পড়েছে হতদরিদ্রসহ নিম্ন আয়ের মানুষ। 

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ

ভোর থেকেই দেখা যায় ঘন কুয়াশার আবরণের ঢাকা উত্তরের এ জেলা। শহরের ও গ্রামের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চালাতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। 

গতকাল শুক্রবার দিনভর ছিল হালকা কুয়াশা মোড়ানো প্রকৃতি। সূর্যের রোদ ছড়ালেও ছিল না উষ্ণতা। বিকেল পর্যন্ত বইছিল উত্তরের হিমেল হাওয়া। হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীত। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ ও শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েছেন পরিবারের সদস্যরা। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পুরনো কাপড়ের দোকানে বেশ ভিড় বেড়েছে। এছাড়াও শীত নিবারনের জন্য বেশ কিছু এলাকায় পুরনো কাপড়, কাগজ ও খড়কুটো জ্বালাতে দেখা যায় নিম্ন আয়ের মানুষদের। কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছে কাজের সন্ধানে।

শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, ঘন কুয়াশা পড়েছে আজ। তবে তাপমাত্রা নিচের দিকে নামেনি। আজও ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে। আজ (শনিবার) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা উঠানামা করছে। সামনে তাপমাত্রা কমবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়