ছবি: আপন দেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ভাইস-চেয়ারম্যান নুর হোসেন ওরফে মাটি মাসুদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি চৌমুহনী কুরি পাড়ার একটি তিনতলা ভবন দখল করেছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভবনের মালিক, প্রবাসীর স্ত্রী কাজল রেখা এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী প্রবাসে থাকাকালে ১৯৯৪ সালে চৌমুহনী পৌরসভায় ১৩ শতক জমিতে তিনতলা ভবন নির্মাণ করেন। দীর্ঘ সময় ধরে তিনি ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। তবে ২০০৭ সালে তার ছেলে-মেয়ের পড়ালেখার জন্য ঢাকা চলে যাওয়ার পর তাকে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দেন। কিছুদিন পর্যন্ত দায়িত্ব পালন করলেও ২০০৯ সাল থেকে ওই বাড়ির ভাড়া না পাঠিয়ে বাড়ি দখল করে নেয় নুর হোসেন ও তার সহযোগীরা।
কাজল রেখা অভিযোগ করেন, ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নুর হোসেন আমাকে হুমকি-ধামকি দিতে শুরু করে। আওয়ামী লীগ নেতা আমাকে কিছুই করার সুযোগ দেয়া হয়নি।
তিনি আরো বলেন, এভাবে আমাকে চাপ দিয়ে বাড়ির ৬০-৭০ লাখ টাকার মূল্যমানের প্ল্যাটটি মাত্র ৬ লাখ টাকায় বিক্রি করতে বাধ্য করা হয়। বাড়ির নামও পরিবর্তন করে দখল করে নেয়। কাজল রেখা জানান, তিনি প্রাণনাশের হুমকি পেয়ে ভীত হয়ে বাড়ি ছেড়ে চলে যান। বেশ কিছু মূল্যবান জিনিসপত্রও রেখে আসেন।
গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পরিস্থিতি পরিবর্তিত হলে নুর হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর কাজল রেখা বাড়ির দলিল, হোল্ডিং, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলসহ অন্যান্য কাগজপত্র সংগ্রহ করেন। নিচতলা ও তৃতীয়তলা উদ্ধার করতে পেরেছেন। কিন্তু এখনো দোতলা দখল মুক্ত করা সম্ভব হয়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।