Apan Desh | আপন দেশ

দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক, অচল মহাসড়ক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১, ৮ ডিসেম্বর ২০২৪

দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক, অচল মহাসড়ক

হবিগঞ্জের বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন।

হবিগঞ্জের বাহুবলে টমটমের ভাড়া আদায়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের কারণে সাড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অচল হয়ে পড়ে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মৌচাক পয়েন্টে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দীর্ঘ চেষ্টার পর দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সংঘর্ষ চলাকালে মৌচাক মার্কেটসহ অপর একটি মার্কেটের অন্তত ১৫ দোকান ও কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল-সাতপাড়িয়া সড়কে ব্যাটারিচালিত টমটমের ভাড়া আদায়কে কেন্দ্র করে চালক ও এক যাত্রীর কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে যাত্রী ও চালক দুজনের পক্ষে দুই গ্রামের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নেয়। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলা সদরের মৌচাক পয়েন্টে সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষের এক পর্যায়ে মৌচাক মার্কেটসহ অপর একটি মার্কেটের ১৫/১৬টি দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও বাহুবল ফায়ার স্টেশনের ৫ ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার সময় মার্কেট ও রাস্তায় দাঁড় করিয়ে রাখা, বাস, ট্রাক ও মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন ভাঙচুর হয়। এ সময় সাড়ে ৩ ঘণ্টা স্থায়ী সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বেলা দেড়টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। তখন ফায়ার সার্ভিস অগ্নি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুলিশ ও সেনা সদস্যরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়