
হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ফেসবুক থেকে নেয়া ছবি
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা হয়। সেখানে তাদের ব্যাগ ও মোবাইল নিয়ে নেয়া হয়েছে। এসময় অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।
জানা গেছে, ৯ ডিসেম্বর রাতে বান্দরবানের লামায় যাচ্ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। পথে মেঘনা ব্রিজ পার হওয়ার পর ঢালের অংশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। ওই সময় ৮ সমন্বয়কের মধ্যে চারজনের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।