Apan Desh | আপন দেশ

দেশে এলো ৫২ হাজার টন সয়াবিন তেল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১১:২৮, ১০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:০৫, ১০ ডিসেম্বর ২০২৪

দেশে এলো ৫২ হাজার টন সয়াবিন তেল

দেশে এল চার জাহাজ সয়াবিন তেল। ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে চার দিনের ব্যবধানে এসেছে অপরিশোধিত সয়াবিন তেলের চারটি জাহাজ। এ জাহাজগুলোর মাধ্যমে ৫২ হাজার টন সয়াবিন তেল আনা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলার মধ্যেই এ তেল এসেছে। সয়াবিন তেলের দাম সোমবার পুনর্নির্ধারণ করা হয়। লিটার প্রতি বাড়ানো হয়েছে আট টাকা। তবে সয়াবিন তেলের এ জাহাজগুলো এক মাস আগে রওনা হয়েছিল।

ব্যবসায়ীরা আশা করছেন, সরবরাহ বাড়ানোর ফলে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট শীঘ্রই কেটে যাবে। সয়াবিন তেলের দাম সমন্বয়ের কারণে রোজার আগে আমদানিও আরও বাড়বে। 

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, শনিবার ও আজ মঙ্গলবার দুটি জাহাজ বন্দরে পৌঁছেছে। যার মধ্যে রয়েছে ৫২ হাজার টন সয়াবিন তেল। এমটি আরডমোর শায়ানি জাহাজ থেকে তেল খালাস হয়ে বন্দর ছেড়েছে। আর এমটি সানি ভিক্টরি ও এমটি জিঙ্গা থ্রেশার নামের আরও দুটি জাহাজ বন্দরে পৌঁছেছে।

এ চারটি জাহাজের সয়াবিন তেল আমদানির জন্য ঋণপত্র খোলার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ীরা। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও টিকে গ্রুপ এসব তেল আমদানি করেছে। যার মধ্যে টিকে গ্রুপের রয়েছে ২৫ হাজার টন, সিটি গ্রুপের ২০ হাজার টন ও মেঘনা গ্রুপের ৭ হাজার টন সয়াবিন তেল। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমান তেলের দাম সমন্বয়ের ফলে রোজায় সয়াবিন তেলের কোনো সংকট হবে না। তবে এ তেল বাজারে আসতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

গবেষণা অনুযায়ী, দাম পুনর্নির্ধারণের পর ৫২ হাজার টন তেলের বাজারমূল্য ৯৯৬ কোটি টাকায় দাঁড়াবে। যা আগের দামে ছিল ৯৫০ কোটি টাকা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়