Apan Desh | আপন দেশ

গফরগাঁওয়ে বিদ্যালয়ের স্টাফের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশিত: ১৬:৫৯, ১০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৭, ১০ ডিসেম্বর ২০২৪

গফরগাঁওয়ে বিদ্যালয়ের স্টাফের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সার্পোট স্টাফ মো. হাবুল মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় পাঁচবাগ ইউনিয়নের বাজারের সামনে থেকে একটি মিছিল বের হয়। পরে পুলিশ ফাঁড়ির সামনে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঁচবাগ ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি নেতা মানিক মেম্বার, ওয়ার্ড যুবদল নেতা আজিজুল, ইউনিয়ন শ্রমিকদল নেতা সাত্তার, ছাত্রদলের সহসভাপতি রাজন আহমেদ রাজ, ছাত্রদল নেতা জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক আবীর প্রমুখ।

মানববন্ধনে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। 

এসময় বক্তারা সন্ত্রাসী কানা শরিফ (৩২), মাসুদ (৩৫), দেলোয়ার (২৪), সাইদুলসহ সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে পাঁচবাগ ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (০৯ ডিসেম্বর) সকালে একদল সন্ত্রাসী স্কুলে প্রবেশের পথে হত্যার উদ্দেশ্যে হাবুল মিয়ার ওপর হামলা চালায়। এ ঘটনায় ভিকটিমের ছেলে ফয়সাল মিয়া বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়