Apan Desh | আপন দেশ

ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

প্রকাশিত: ১৪:০১, ১১ ডিসেম্বর ২০২৪

ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জনভ বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার বারঘরিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। 

নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক পাভেল মিয়া, নাসিরনগর দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে শিশু রাইছা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারোঘড়িয়া এলাকায় বেপরোয়া গতির কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি হায়েস মাইক্রোবাস ও সিলেটগামী একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা এক শিশু, যুবক ও এক বৃদ্ধ নারী প্রাণ হারান।

ওসি মারগুব তৌহিদ আরও জানান, দুর্ঘটনায় আহত হন আরও ৬ জন। তাদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়