
নিরাপত্তা জনিত কারণে তাকে আদালতে তোলা সম্ভব হয়নি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ইমন হত্যা মামলার আসামি সাবে মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। জামিন শুনানির জন্য তাকে নিয়ে আসা হলেও ছাত্রদের তোপের মুখে আদালতে তোলা সম্ভব হয়নি।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল কোর্ট চত্ত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে তাকে ফেরত নিয়ে যাওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা নানান স্লোগান দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালতে অবস্থান করেন। ছাত্রদের তোপের মুখে পুলিশ আব্দুর রাজ্জাককে আদালতে না তোলে ফেরত নিয়ে যায়।
এ সময় শিক্ষার্থীরা বাঁধা দেয় এবং গাড়িকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে। পুলিশ বাধা দিলে ছাত্রদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ বক্তব্য দিতে রাজি হয়নি।
শিক্ষার্থীরা বলে, লাঠিচার্জ করা পুলিশকে একঘণ্টার মধ্যে বরখাস্ত না করলে বড় পরিসরে আন্দোলনের ডাক দিবে তারা।
এ বিষয়ে পাব্লিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন বলেন, আব্দুর রাজ্জাক একাধিক মামলার আসামি। ধার্য্য তারিখ অনুযায়ী তাকে আদালতে হাজির করা হয়েছিল। নিরাপত্তা জনিত কারণে তাকে আদালতে তোলা সম্ভব হয়নি। তার জামিন আবেদন না মঞ্জুর হয়েছে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।