সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুন
‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুন। এ অভিযোগে তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনিসুর রহমান সজল তার বিরুদ্ধে এ অভিযোগ করেন।
বুধবার (১১ ডিসেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইউএনওর বিরুদ্ধে সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমানের সামনে এ মন্তব্যের অভিযোগ তোলেন ছাত্র প্রতিনিধি সজল। তার অভিযোগের প্রেক্ষিতে সিনিয়র সচিব তাৎক্ষণিক ইউএনওকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, আজকের মধ্যে ইউএনও বদলি হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে তাকে সাসপেনশন করব।
তবে এমন কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, আমি আওয়ামী লীগ নিয়ে এমন কোনো কথা বলিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিসুর রহমান সজল বলেন, সম্প্রতি জেলার সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আল মামুন। স্মরণসভায় তিনিও বক্তব্য দেন। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে আমি বলেছিলাম, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। ওই সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের ছলেবলে-কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)।
এ অভিযোগের সঙ্গে একমত পোষণ করে তাৎক্ষণিক ইউএনওকে প্রত্যাহার করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।