Apan Desh | আপন দেশ

গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৪

গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩

ছবি : সংগৃহীত

কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার (১৫ ডিসম্বের) বেলা সাড়ে ১২টায় মহাসড়কের জগন্নাথ দিঘী ইউনিয়নের ঘাংড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ সুপার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তিন জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহত তিনজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়