
সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর বিএনপির বিজয় মিছিল। ছবি: আপন দেশ
জনতায় বিজয়ের মহানায়ক এ শ্লোগানে ১৬ ডিসেম্বর বিজয় মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে বিজয় মিছিল ও সমাবেশে সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলটি বয়েজ স্কুল ফুটবল মাঠ থেকে শুরু হয়। কলেজ মোড়ে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে সমাবেশ করা হয়। জেলা, পৌর, সদর ও মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে মাসুদ অরুন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই চলমান। গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার পুর্নপ্রতিষ্ঠা করা হবে। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।